চাল দিচ্ছে টিসিবি, কষ্ট কমবে ৫ কোটি মানুষের: বাণিজ্যমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩


চাল দিচ্ছে টিসিবি, কষ্ট কমবে ৫ কোটি মানুষের: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রথমবারের মতো ভোক্তাদের ফ্যামিলি প্যাকেজে ৩০ টাকা কেজি চাল দিচ্ছে। এতে দেশের পাঁচ কোটি মানুষের কষ্ট কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 


রবিবার(১৬ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে জুলাই মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনের সময় এসব কথা জানান তিনি।


বাণিজ্যমন্ত্রী বলেন, “এখন থেকে টিসিবির কার্ডধারী এক কোটি পরিবার তেল, চিনি, চাল ও ডাল কিনতে পারবেন। এবারই প্রথম ৩০ টাকা কেজি দরে একজন ক্রেতাকে সর্বোচ্চ পাঁচ কেজি চাল দেওয়া হচ্ছে। টিসিবির কার্ডে চাল যুক্ত হওয়ায় এক কোটি পরিবারের পাঁচ কোটি সদস্যের কষ্ট কমবে।”


আরও পড়ুন: টিসিবি কার্ডে পাওয়া যাবে ওএমএসের চাল



চলতি মাসে উপকারভোগীরা সর্বোচ্চ এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন।


আরও পড়ুন: টিসিবি কার্ডধারীদের স্মার্ট কার্ড দেয়া হবে: খাদ্যমন্ত্রী


উপকারভোগীদের নিকট আগে প্রতিকেজি ডাল ৭০ টাকা দরে বিক্রি করা হতো। জুলাই মাসের বিক্রি কার্যক্রমে এর দাম ১০ টাকা কমিয়ে ৬০ টাকা করা হয়েছে। এ ছাড়া চিনি ও সয়াবিন তেল আগের দামেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি চিনির দাম ৭০ টাকা ও সয়াবিন তেলের দাম ১০০ টাকা লিটার।


জেবি/এসবি