শুরুতেই আফগান শিবিরে তাসকিনের জোড়া আঘাত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের লড়াইয়ে বোলিং করতে এসে দুই উইকেট তুলে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানের সংগ্রহ ৫ ওভার ২ বলে শেষে ২ উইকেটে ২৭ রান।
রবিবার (১৬ জুলাই) সিলেটে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলে ছক্কা মারলেন রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু ঠিক পরের বলেই সাজঘরের পথ দেখতে হলো আফগান ওপেনারকে। দারুণ শর্ট ডেলিভারিতে তাকে ৮ রানে সাজঘরে ফেরান তাসকিন।
ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দিলেন ডানহাতি এই পেসার। এরপর নিজের দ্বিতীয় ওভারে হজরতউল্লাহ জাজাইকে ৪ রানে ফেরান তাসকিন।
আরও পড়ুন : ওয়ানডেতে প্রথমবার ভারতকে হারাল বাংলাদেশ নারী দল
সিলেটে টি-২০ সিরিজটি শুরুর আগে আফগানদের বিপক্ষে বাংলাদেশ ৯ ম্যাচে মাত্র ৩টি ম্যাচ জিতেছিল। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এবার টাইগাররা সেই সংখ্যাকে চারে নিয়ে গেছে। একইসঙ্গে জাগিয়েছে প্রথমবারের মতো রশিদ খানদের টি-টোয়েন্টি সিরিজ হারানোর সম্ভাবনা।
এর আগে গত শুক্রবার (১৪ জুলাই) রুদ্ধশ্বাস ম্যাচে আফগানদের ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জেবি/এসবি