ময়মনসিংহে ৩দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩


ময়মনসিংহে ৩দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
ছবি: সংগৃহীত

ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি মেলা- ২০২৩ উদ্বোধন করা হয়েছে।


রবিবার (১৬ জুলাই)সকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন গণপরিষদ সদস্য  এড. আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এমপি।


উপজেলা কৃষি অফিসার মো. রকিব আল রানা সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারন অফিসার শাহনাজ পারভীনের সঞ্চালনায়  উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: ময়মনসিংহে ভূমি-সহকারির ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল


বক্তব্য রাখেন, কৃষি বিজ্ঞানী ড.আবু বক্কর ছিদ্দিক প্রিন্স, ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া শিমুল তরফদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. ওয়াদুদ আকন্দ দুদু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান, কৃষক লীগ নেতা ওসমান গনি  প্রমুখ।


অনুষ্ঠান শেষে বনজ, ফলজ ও ঔষধি গাছ বিতরণ করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ বৃক্ষমেলায় ১৬টি স্টল অংশ গ্রহণ করে।


জেবি/এসবি