ত্রিশালে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩


ত্রিশালে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা
ছবি: জনবাণী

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১৭ জুলাই) দুপুরে ত্রিশাল পৌর মিলনায়তনে ‘অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, বিপক্ষে শুকতারা বিদ্যানিকেতন অংশগ্রহণ করে। বিচারকদের বিচারে চ্যাম্পিয়ন হয় শুকতারা বিদ্যানিকেতন। 


বিতর্ক প্রতিযোগিতার আলোচনা সভায় ময়মনসিংহ জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আবুল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ। 


আরও পড়ুন: ত্রিশালে এগ্রো সলিউশন সেন্টারের উদ্বোধন


প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম প্রমুখ।


আলোচনা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেওয়া হয়।


জেবি/ আরএইচ/