কেন্দুয়ায় সেলাইমেশিন বিতরণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মানের নারীদের কাজে লাগাতে হবে: অসীম কুমার উকিল


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩


স্মার্ট বাংলাদেশ বিনির্মানের নারীদের কাজে লাগাতে হবে: অসীম কুমার উকিল
ছবি: দৈনিক জনবাণী

“শেখ হাসিনার বারতা, নারী পুরুষের সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় এমপি অসীম কুমার উকিলের বাসভবনে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 


সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ অসীম কুমার উকিল বলেন, পুরুষের পাশাপাশি নারীদেরকেও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কাজে লাগাতে হবে, তাহলেই প্রধানমন্ত্রীর শেখ হাসিনা স্বপ্ন ২০৪১ সালে উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। 


তিনি আরও বলেন, দেশকে স্মার্ট করতে হলে সরকারের পাশাপাশি আমাদেরও এগিয়ে আসতে হবে। আর এখন নারীদেরও নিজের পায়ে দাঁড়িয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশ গ্রহণ করতে হবে, তারই পরিপ্রেক্ষিতে নারীদেরকে স্বাবলম্বী করতে আজকে ৯ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হল।


রবিবার (১৬ জুলাই) সকালে কেন্দুয়ার সাউদ পাড়াস্থ এমপির বাসভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.রাজীব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি সাংসদ অসীম কুমার উকিল ছাড়াও  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দুয়া  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঁইয়া প্রমুখ। 


আরও পড়ুন: কেন্দুয়ায় কৃষি মেলা উদ্বোধন


এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ মো.তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক তালুকদার কনক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জুয়েল, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনসহ দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 


আরও পড়ুন: করারোপ ছাড়াই কেন্দুয়া পৌরসভার বাজেট ঘোষণা


অনুষ্ঠানে সেলাই মেশিন প্রাপ্তরা হলেন, পারভীন আক্তার, শিশু হিজরা, শেফালী আক্তার, ঝরনা আক্তার, শামসুন্নাহার, আক্তার, বৃষ্ঠি রানীসহ ৯ নারীর একজন রোয়াইলবাড়ী ইউনিয়নের শিশু হিজরা । তিনি সেলাই মেশিন পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, নিজের টুকটাক কাজ করব পাশাপাশি এলাকার গরীব দুঃখী অসহায় মানুষকে সেলাই মেশিনের প্রশিক্ষণের  মাধ্যমে সহযোগিতা করব।


জেবি/এসবি