প্রধানমন্ত্রী আর কতো মিথ্যা কথা বলবেন: রিজভী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩


প্রধানমন্ত্রী আর কতো মিথ্যা কথা বলবেন: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণমাধ্যম হলো গণতন্ত্রের সবচেয়ে বড় চালিকাশক্তি। এই সরকারের সময়ে সাংবাদিকদের অনেকে নির্যাতিত-নিপীড়িত হয়েছেন।


সোমবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দিনকাল ইউনিট আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, অনেকে জেলখানায় গেছেন বিনা কারণে, বিনা দোষে। অনেক সাংবাদিক মাসের পর জেল খেটেছেন।  


রিজভী বলেন, নিশিরাতের সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন গণমাধ্যমের স্বাধীনতা ফিরবে না। মত প্রকাশের স্বাধীনতা ফিরবে না। সাগর-রুনিসহ সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধ হবে না।  


আরও পড়ুন: আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়: রিজভী


তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকাল এক সভায় বলেছেন- তিনি নাকি গরিব মানুষ। তার সহায় সম্পদ নেই। তিনি আর কতো মিথ্যা কথা বলবেন? কত বিভ্রান্ত করবেন। তাহলে এই যে সুধাসদন প্রাচীর দিয়ে রেখেছেন, সেটি কার? 


অবিলম্বে দৈনিক দিনকাল, দিগন্ত টিভিসহ বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানান তিনি। এ সময় সাংবাদিক নেতারা বিএনপি ঘোষিত সরকার পতনের এক দফা আন্দোলন সমর্থন করেন।  


দৈনিক দিনকালসহ বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দিনকাল ইউনিট।


জেবি/ আরএইচ/