সাংবাদিকদের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩


সাংবাদিকদের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধিদল সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছে। এ বৈঠকে ডিজিটাল সিকিউরিট অ্যাক্ট ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।


বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গত ৮ জুলাই থেকে ঢাকা সফরে রয়েছে ইইউ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধিদল। আগামী ২৩ জুলাই পর্যন্ত প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় অবস্থান করবেন।


আরও পড়ুন: ইইউ বাংলাদেশে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চায়: কাদের


ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় সফরকালে সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করছেন। তারা নির্বাচনী পরিবেশ যাচাই করছেন। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাবে কিনা প্রতিনিধিদল সে বিষয়ে সুপারিশ করবে। তাদের সুপারিশের ওপর ভিত্তি করেই ইইউ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


জেবি/ আরএইচ/