Logo

ইতালি প্রবাসীর লাশ ফেরত নিল না পরিবার

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
9Shares
ইতালি প্রবাসীর লাশ ফেরত নিল না পরিবার
ছবি: সংগৃহীত

মারা যাওয়ার পর ৪৫ দিন পর্যন্ত ইতালির একটি মর্গে ছিল আব্দুল হাই (৪৪) নামে এক বাংলাদেশির লাশ। পরে দেশে থাকা তার আত্মীয়-স্বজনরা লাশ ফেরত নিতে অস্বীকার ...

বিজ্ঞাপন

মারা যাওয়ার পর ৪৫ দিন পর্যন্ত ইতালির একটি মর্গে ছিল আব্দুল হাই (৪৪) নামে এক বাংলাদেশির লাশ। পরে দেশে থাকা তার আত্মীয়-স্বজনরা লাশ ফেরত নিতে অস্বীকার করায় ইতালিতেই ধর্মীয় রীতি অনুযায়ী তাকে দাফন করা হয়।

নিহত আব্দুল হাইয়ের বাড়ি কুমিল্লা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জানুয়ারি তিনি মারা যান। পরে সেদিন থেকেই তার লাশটি মর্গে রাখা হয়।

এরপর সামাজিক সংগঠন ইল ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন আব্দুল হাই নামের এক বাংলাদেশির লাশ দীর্ঘ দিন ধরে মর্গে পড়ে আছে। এরপরই হাইয়ের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়। পরে তারা লাশ দেশে নিতে অস্বীকার করে এবং একই সঙ্গে লাশ ইতালিতে দাফন করার অনুমতি দেন। ফলে রোম দূতাবাসসহ অন্যান্য প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সহযোগিতায় আব্দুল হাইয়ের লাশ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

সামাজিক সংগঠনটির কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন, যারা আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন বিশেষ করে রোম দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিহতের রুহের মাগফেরাত কামনায় আগামী শুক্রবার মসজিদে দোয়ার ব্যবস্থা করা হয়েছে।

জি আই/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD