সন্ধ্যার পর বাহিরে ঘুরতে নিষেধ ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৯ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩


সন্ধ্যার পর বাহিরে ঘুরতে নিষেধ ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের
ঢাকা কলেজ

আল জুবায়ের,ঢাকা কলেজ প্রতিনিধি: নিরাপত্তার স্বার্থে  ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের সার্বক্ষণিক আইডি কার্ড সাথে রাখা,সন্ধ্যার পর ক্যাম্পাসের বাইরে আড্ডা না দেওয়া এসব সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ প্রশাসন।


সোমবার (১৭ জুলাই) ঢাকা কলেজ অধ্যক্ষ  অধ্যাপক মোহাম্মদ ইউসুফ এর এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করা হয়েছে।


সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারী কর্তৃক ছুরিকাঘাতে  ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড  কলেজের শিক্ষার্থীর হত্যাকে কেন্দ্র করে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।


জারি করা এই নোটিশে বলা হয়,ঢাকা কলেজে বিভিন্ন ছাত্রাবাসে অবস্থানকারী ও সকল শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে,বিনা প্রয়োজনে সন্ধ্যার পরে কোনো শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসের বাইরে অর্থাৎ মার্কেট,গলিতে বা অন্য কোনো স্থানে অযথা ঘোরাঘুরি করতে পারবে না। 


উল্লেখ প্রয়োজনীয় কাজে কলেজ ক্যাম্পাসের বাইরে অবস্থানকালে কলেজ আইডি কার্ড এবং ছাত্রাবাসের ছাত্রদের আইডি কার্ড সাথে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো। 


আরএক্স/