হিরো আলমের ওপর হামলা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলল মানবাধিকার কমিশন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩


হিরো আলমের ওপর হামলা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলল মানবাধিকার কমিশন
ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনা নির্বাচনী আচরণবিধির পরিপন্থি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছে মানবাধিকার কমিশন।


মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপ-পরিচালক ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানায় জাতীয় মানবাধিকার কমিশন।


বিবৃতিতে বলা হয়, ‘হিরো আলমের ওপর হামলায় চারজন গ্রেফতার’ শিরোনামে প্রতিবেদনটি প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের চোখে পড়েছে।


কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ মনে করেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। একইসঙ্গে ঘটনাটি নির্বাচনী আচরণবিধির পরিপন্থি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। 


আরও পড়ুন: হিরো আলম ইস্যুতে ভিডিও দেখে সবাইকে অ্যারেস্ট করা হবে


হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কমিশন বলছে, ঘটনার প্রেক্ষিতে একটি নিবিড় তদন্ত হওয়া আবশ্যক এবং ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা সমীচীন।


এ অবস্থায়, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ও কমিশনকে অবহিত করার জন্য ঢাকা মেটোপলিটন পুলিশ(ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন।


জেবি/ আরএইচ