Logo

আরাফাতের রুচির বিকৃতি দেখে আমি অবাক হয়েছি: রিজভী

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৩, ০৬:৪৮
32Shares
আরাফাতের রুচির বিকৃতি দেখে আমি অবাক হয়েছি: রিজভী
ছবি: সংগৃহীত

কত বড় কাপুরুষ হতে পারে সরকারিভাবেই বলছে ১০ থেকে ১৫ শতাংশ ভোট, পাবলিক দেখেছে এক-দুই শতাংশও হবে না

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার পর মোহাম্মদ এ আরাফাতের বিজয় চিহ্ন দেখানোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এক-দুই শতাংশ ভোট পড়েছে দাবি করে এত অল্প ভোটে বিজয়ী হওয়ার পরও ‘ভি’ চিহ্ন দেখানোকে একজন শিক্ষিত মানুষের রুচির বিকৃতি বলে মন্তব্য করেন বিএনপি নেতা।   

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন।

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনের নির্বাচনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন, সেটা তো মুখ্য বিষয় নয়। আমরা বলতেও চাই না। লজ্জা লাগল একটা ঘটনায়। সেখানে আওয়ামী লীগের প্রার্থী আরাফাত নাকি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কত বড় কাপুরুষ হতে পারে! সরকারিভাবেই বলছে ১০ থেকে ১৫ শতাংশ ভোট, পাবলিক দেখেছে এক-দুই শতাংশও হবে না।

বিজ্ঞাপন

হিরো আলমের ওপর হামলার সমালোচনা করে রিজভী বলেন, ‘আরাফাতের সন্ত্রাসীরা কী করল? আওয়ামী লীগের বিরুদ্ধে হিরো আলমরা ছাড়া কেউ প্রার্থী হয় না। তারপরও তাকে (হিরো আলম) সন্ত্রাসীরা যেভাবে মারধর করেছে সেটাতে আরাফাতের মতো শিক্ষিত অধ্যাপকের রুচি বিকৃতি দেখে অবাক লাগে।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘অনেক অন্যায়, উৎপীড়ন, গুম, খুন হয়েছে। অনেক সাথী যারা আমার সাথে মিছিল করত, মিটিং করত, তারা আজকে নাই, নিরুদ্দেশ। এই অনাচারের প্রধান নায়ক শেখ হাসিনা।’

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD