রাজধানীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় পথচারী নিহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩


রাজধানীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় পথচারী নিহত
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আলী (২৫)। তিনি পেশায় লেগুনা চালক ছিলেন।


বুধবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।


আরও পড়ুন: শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি ৫ ধাপ


প্রত্যক্ষদর্শীরা জানান, হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। দ্রুতগতির গাড়িটির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে বৈঠক ১৪ দলের


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


জেবি/এসবি