ইসির আইন শাখার সঙ্গে বৈঠক

নির্বাচনী আইনকানুন সম্পর্কে জানতে চাইল ইইউ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩


নির্বাচনী আইনকানুন সম্পর্কে জানতে চাইল ইইউ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নির্বাচনী আইনকানুন সম্পর্কে জানতে চেয়েছে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। 


নির্বাচন ভবনে ইসির আইন শাখার সঙ্গে বৈঠকে বসেন সফররত ইইউ প্রতিনিধিরা। তিন ঘণ্টার বৈঠকে তারা ইসির আইন ও বিধিবিধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


ইসি কার্যালয়ের আইন শাখার যুগ্ম সচিব মাহবুবার রহমান সরকার সাংবাদিকদের জানান, আসন্ন সংসদ নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা, তা যাচাই করতে প্রতিনিধি দলটি এসেছে। তারা ইসির নির্বাচন প্রক্রিয়া, আইনকানুন, বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, দেশি পর্যবেক্ষক কীভাবে কাজ করবে, এসব বিষয় জানতে চেয়েছেন।


তিনি জানান, কমিশনের পক্ষ থেকে প্রতিনিধি দলকে সাধ্যমতো সহায়তা করা হয়েছে। নির্বাচনবিষয়ক আইন ও বিধিবিধানের খুঁটিনাটি তুলে ধরা হয়েছে প্রতিনিধি দলের কাছে।


তিনি আরও জানান, সংবিধান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থেকে শুরু করে সংশোধনী যেগুলো হয়েছে, বিদেশি পর্যবেক্ষকদের কোন প্রক্রিয়ায় এবং কীভাবে আসতে হবে, নির্বাচনবিষয়ক খুঁটিনাটি সব জানতে চেয়েছেন ইইউ প্রতিনিধিরা।


আরও পড়ুন: সাংবাদিকদের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কোনো সহায়তার কথা সুনির্দিষ্ট করেননি। তবে তাদের কী সহায়তা দেওয়া হবে, সেটা জানতে চেয়েছেন।


নির্বাচনী খুঁটিনাটি জানতে চেয়েছেন উল্লেখ করে আইন শাখার যুগ্ম সচিব বলেন, তারা জানতে চেয়েছেন, আইনি বিতর্কগুলো কীভাবে নিষ্পত্তি ও আইনি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় ইত্যাদি। নির্বাচনের আগে ও পরে বিভিন্ন নিয়ম; যেমন নমিনেশন পেপার সাবমিট কীভাবে হয়, এ রকম বিভিন্ন বিষয় তারা জানতে চান।


জেবি/ আরএইচ/