ঢাকা আলিয়া ছাত্রলীগের সভাপতি মুরাদ, সম্পাদক বরকত


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩


ঢাকা আলিয়া ছাত্রলীগের সভাপতি মুরাদ, সম্পাদক বরকত
ছবি: সংগৃহীত

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষে আগামী এক বছরের জন্য ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত রাজধানীর সরকারি মাদরাসা-ই-আলিয়া ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে মুরাদ হোসাইন সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম বরকতের নাম ঘোষণা করা হয়েছে।


বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মহানগর দক্ষিণ কর্তৃক প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির কথা জানানো হয়।


আরও পড়ুন: সরকারি আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের কর্মীসভা আগামীকাল


ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ১০ সদস্যের এ কমিটিতে সহ-সভাপতি পদে মো. ইকবাল খান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, মো. আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমান, আবু জিহাদ ও সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হোসেন, রফিকুল ইসলাম তানজিমের নাম ঘোষণা করা হয়েছে।


উল্লেখ্য, গত ৫ই ফেব্রুয়ারি সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের অভিযোগে মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ছিলেন জুবায়ের খান এবং সাধারণ সম্পাদক ছিলেন মোতাকিফ বিল্লাহ জুনায়েদ।


জেবি/ আরএইচ/