Logo

বিশ্বকাপে ভারতই সবচেয়ে বেশি চাপে থাকবে: গিভস

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুলাই, ২০২৩, ২৩:০৭
42Shares
বিশ্বকাপে ভারতই সবচেয়ে বেশি চাপে থাকবে: গিভস
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের টি-টেনে লিগে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন হার্শেল গিবস।

বিজ্ঞাপন

আর কিছুদিন পর ভাত্তের মাটিতে শুরু হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। স্বাভাবিকভাবেই ভারতের কাছ থেকে আকাশচুম্বী প্রত্যাশা আছে সমর্থকদের। সুযোগ এক যুগ পর বিশ্বকাপ দিয়ে শিরোপা খরা ঘোচানোর। যদিও কাজটা সহজ হবে না বলে জানিয়েছেন সাবেক প্রোটিয়া কিংবদন্তি ব্যাটার হার্শেল গিবস।

শনিবার (২২ জুলাই) জিম্বাবুয়ের টি-টেনে লিগে  এক সাক্ষাৎকার দিয়েছেন হার্শেল গিবস। 

বিজ্ঞাপন

বিশ্বকাপে ভারতের সম্ভাবনা প্রসঙ্গে বলেন, “ভারতই সবচেয়ে বেশি চাপে থাকবে। ওদের অনেক বড় বড় খেলোয়াড় আছে, যারা চাপের মুখে সত্যিই খুব ভালো খেলে। তবে, আমি বলব এবারের বিশ্বকাপটা পুরোপুরি উন্মুক্ত। উপমহাদেশের কন্ডিশনে খেলা দলের তো অভাব নেই। আমি মনে করি রোমাঞ্চকর একটি টুর্নামেন্ট হবে।”

বিজ্ঞাপন

মহেন্দ্র সিংহ ধোনির হাত ধরে ২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত। এরপর এক দশক কেটে গেলেও ভারতকে শিরোপা জয়ের স্বাদ দিতে পারেনি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তাই ঘরের মাঠে শিরোপা খরা কাটানোই বিরাট এক চ্যালেঞ্জে রাহুল দ্রাবড়ের শিষ্যদের।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD