Logo

ট্রাকভর্তি টমেটো ছিনতাই করল স্বামী-স্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৩, ০২:৩৪
60Shares
ট্রাকভর্তি টমেটো ছিনতাই করল স্বামী-স্ত্রী
ছবি: সংগৃহীত

ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকায় ইতোমধ্যে তাদের গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ

বিজ্ঞাপন

প্রাকৃতিক প্রতিকূলতার কারণে এবার ভারতে টমেটো উৎপাদন কম হয়েছে। আর এ কারণে দেশটিতে টমেটোর দাম অস্বাভাবিক রকম বেড়েছে। 

এবার দেশটিতে এক ট্রাক টমেটো ছিনতাই করেছে এক দম্পতি। ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকায় ইতোমধ্যে তাদের গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

বিজ্ঞাপন

গত ৮ জুলাই এই টমেটো লুটের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আড়াই টন টমেটো নিয়ে বেঙ্গালুরুর চিত্রদুর্গ জেলার চিক্কাজালা থেকে কোলার যাচ্ছিলেন ট্রাকটি। তখন পথিমধ্যে গাড়ি দিয়ে ট্রাক চালককে থামান ওই দম্পতি। তারা অভিযোগ করেন মাল্লেশ তাদের গাড়িতে ধাক্কা দিয়েছেন। এ অভিযোগে তারা তার কাছে ক্ষতিপূরণও দাবি করেন। 

এদিকে ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানানোয় মাল্লেশকে মেরে ট্রাক নিয়ে চম্পট দেন তারা। ওই দম্পতি আসলে একটি ডাকাত চক্রের সদস্য ছিলেন বলে  জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টমেটোর ট্রাক ছিনতাইয়ের সঙ্গে জড়িত দম্পতির বাড়ি তামিল নাড়ুর ভেলোরে। 

এরপর শনিবার (২২ জুলাই) তথ্য প্রযুক্তিসহ অন্যান্য মাধ্যম ব্যবহার করে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে আটকের চেষ্টা করছে পুলিশ।

বিজ্ঞাপন

এদিকে বর্তমানে ভারতে প্রতি কেজি টমেটো ১০০ রুপিতে বিক্রি হচ্ছে। সে হিসেবে ছিনতাইকৃত টমেটোর দাম ছিল আড়াই লাখ রুপি।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD