ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৫


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩


ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৫
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে কমপক্ষে ১৫ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় রবিবার (২৩) মধ্যরাতে দেশটির সুলাওয়েসি দ্বীপের কেন্ডারি শহরে এ ঘটনা ঘটে।


সোমবার (২৪ জুলাই) সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।


এদিন ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়,  ডুবে যাওয়ার সময় ফেরিটিতে ৪০ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ নিখোঁজ থাকা ১৯ জনের সন্ধান করছে।


সংস্থাটি আরও জানিয়েছে, এ ঘটনায় ছয় যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেন্ডারি শহরের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মাদ আরাফাহ এক বিবৃতিতে জানায়, দুটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে কমছে গরুর সংখ্যা


প্রথমে দলটি দুর্ঘটনাস্থলের চারপাশে পানির নিচে নিখোঁজদের সন্ধান চালিয়েছে। দ্বিতীয় দলটি রাবারবোট ও লংবোট ব্যবহার করে দুর্ঘটনাস্থলের চারপাশে পানির ওপরে অভিযান পরিচালনা করে।


আরও পড়ুন: একতরফা নির্বাচনে জড়িতদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র


সংবাদ সংস্থা আল জাজিরা বলছে, ১৭ হাজারেরও বেশি দ্বীপের দেশ ইন্দোনেশিয়া। দেশটি ফেরি দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। ২০১৮ সালে সুমাত্রা দ্বীপের টোবা হ্রদে একটি ফেরি উল্টে ডুবে যায়। এতে ১৯২ জন মানুষ হতাহতের শিকার হন।


জেবি/এসবি