ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৫

সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে কমপক্ষে ১৫ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় রবিবার (২৩) মধ্যরাতে দেশটির সুলাওয়েসি দ্বীপের কেন্ডারি শহরে এ ঘটনা ঘটে।
সোমবার (২৪ জুলাই) সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
এদিন ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, ডুবে যাওয়ার সময় ফেরিটিতে ৪০ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ নিখোঁজ থাকা ১৯ জনের সন্ধান করছে।
বিজ্ঞাপন
সংস্থাটি আরও জানিয়েছে, এ ঘটনায় ছয় যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেন্ডারি শহরের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মাদ আরাফাহ এক বিবৃতিতে জানায়, দুটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে কমছে গরুর সংখ্যা
বিজ্ঞাপন
প্রথমে দলটি দুর্ঘটনাস্থলের চারপাশে পানির নিচে নিখোঁজদের সন্ধান চালিয়েছে। দ্বিতীয় দলটি রাবারবোট ও লংবোট ব্যবহার করে দুর্ঘটনাস্থলের চারপাশে পানির ওপরে অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
সংবাদ সংস্থা আল জাজিরা বলছে, ১৭ হাজারেরও বেশি দ্বীপের দেশ ইন্দোনেশিয়া। দেশটি ফেরি দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। ২০১৮ সালে সুমাত্রা দ্বীপের টোবা হ্রদে একটি ফেরি উল্টে ডুবে যায়। এতে ১৯২ জন মানুষ হতাহতের শিকার হন।
বিজ্ঞাপন
জেবি/এসবি
বিজ্ঞাপন








