Logo

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৫

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুলাই, ২০২৩, ২৪:৫৩
22Shares
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৫
ছবি: সংগৃহীত

সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে কমপক্ষে ১৫ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় রবিবার (২৩) মধ্যরাতে দেশটির সুলাওয়েসি দ্বীপের কেন্ডারি শহরে এ ঘটনা ঘটে।

সোমবার (২৪ জুলাই) সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এদিন ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়,  ডুবে যাওয়ার সময় ফেরিটিতে ৪০ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ নিখোঁজ থাকা ১৯ জনের সন্ধান করছে।

বিজ্ঞাপন

সংস্থাটি আরও জানিয়েছে, এ ঘটনায় ছয় যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেন্ডারি শহরের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মাদ আরাফাহ এক বিবৃতিতে জানায়, দুটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।

বিজ্ঞাপন

প্রথমে দলটি দুর্ঘটনাস্থলের চারপাশে পানির নিচে নিখোঁজদের সন্ধান চালিয়েছে। দ্বিতীয় দলটি রাবারবোট ও লংবোট ব্যবহার করে দুর্ঘটনাস্থলের চারপাশে পানির ওপরে অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

সংবাদ সংস্থা আল জাজিরা বলছে, ১৭ হাজারেরও বেশি দ্বীপের দেশ ইন্দোনেশিয়া। দেশটি ফেরি দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। ২০১৮ সালে সুমাত্রা দ্বীপের টোবা হ্রদে একটি ফেরি উল্টে ডুবে যায়। এতে ১৯২ জন মানুষ হতাহতের শিকার হন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD