ঢাকা কলেজের শিক্ষার্থী নাহিদের আত্নহত্যা


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩


ঢাকা কলেজের শিক্ষার্থী নাহিদের আত্নহত্যা
ঢাকা কলেজের শিক্ষার্থী নাহিদ

আল জুবায়ের,ঢাকা কলেজ: প্রেমঘটিত কারণে মানসিক হতাশায় ভুগে আত্নহত্যা করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ও ঢাকা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী এপি নাহিদ।


সোমবার (২৪ জুলাই) সকালে রংপুর নগরীর পাঠানপাড়া এলাকায় গলায় দড়ি লাগিয়ে ঝুলে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি সন্ধ্যায় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।


তিনি বলেন, নাহিদ আত্মহত্যা করেছেন, বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে এবং তার লাশ ময়নাতদন্ত করা হবে।


নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, নাহিদ দীর্ঘদিন ধরে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। ওই মেয়ে নাহিদকে ছাড়াও কয়েকটি প্রেম করতেন, সেটি জানতেন না নাহিদ। কিছু দিন আগে নাহিদ ওই মেয়ের প্রেমের বিষয়টি জানতে পেরে হতাশায় পড়ে যান এবং কোনোভাবে মানতে পারেননি তিনি। এর জেরে কয়েকদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন নাহিদ।


জানা গেছে, নাহিদ ঢাকা কলেজের অনার্স ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি ঢাকা কলেজ ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ছিলেন নাহিদ। সেই সঙ্গে ঢাকা কলেজস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।


আরএক্স/