পুলিশ দেখে ঘুষের টাকা গিলে ফেললেন সরকারি কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩
ঘুষ নেওয়ার সময় হঠাৎ পুলিশ এসে হাজির! পুলিশকে দেখেই এক রাজস্ব কর্মকর্তা ঘুষের অর্থ গিলে ফেলেন।
সোমবার (২৪ জুলাই) ভারতের মধ্য প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে।
পুলিশ জানায়, ওই কর্মকর্তার নাম পাটোয়ারী গাজেন্দ্র সিং। তিনি একটি জমি মামলায় পাঁচ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ করেন চন্দন সিংহ লোধি নামে এক ব্যক্তি। এরপরই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে গজেন্দ্রের অফিসে হানা দেয় পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা নিয়েছেন গজেন্দ্র। সেই সময়ই তার অফিসে হানা দেয় পুলিশ। লোকায়ুক্ত জব্বলপুরের দল। সঙ্গে সঙ্গে ঘুষের টাকা মুখের মধ্যে ভরে চিবোতে থাকেন। কিছু টাকা গিলেও ফেলেন।
আরও পড়ুন: ভারতে মুসলিম জনসংখ্যা ১৯.৭ কোটি
সেখানে গজেন্দ্রকে গ্রেফতার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বহু চেষ্টার পর গজেন্দ্রের মুখ থেকে ওই টাকা বার করা হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে টাকা গিলে ফেলার এই ঘটনায় হতবাক হয়েছেন অনেকে।
জেবি/এসবি