Logo

কিছু দেশ আ.লীগকে ক্ষমতায় দেখতে চায় না বললেন প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুলাই, ২০২৩, ০৫:১৯
31Shares
কিছু দেশ আ.লীগকে ক্ষমতায় দেখতে চায় না বললেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকারপ্রধানসহ ১৬০ টিরও বেশি দেশ থেকে প্রায় দুই হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন

বিজ্ঞাপন

জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ নিয়ে কয়েকটি দেশ ও কুটনীতিকদের তৎপরতা এবং বিভিন্ন মন্তব্য-বিবৃতিতে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবাধিকার ইস্যুতে একটি গোষ্ঠি বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করছে। দুয়েকটা দেশ প্রত্যেক নির্বাচনের আগে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলতে চায়।

মঙ্গলবার (২৫ জুলাই) ইতালিতে ইইউভুক্ত দেশগুলোতে নিযুক্ত রাষ্ট্রদূতদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে তিন দিনব্যাপী ইউএন ফুড সিস্টেম সামিট বা খাদ্য ব্যবস্থাপনা শীর্ষ সম্মেলন উপলক্ষে রবিবার বিকালে ইতালি পৌঁছেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

পরে তিনি এফএও সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

ইউএন ফুড সিস্টেম সামিট বা খাদ্য ব্যবস্থাপনা শীর্ষ সম্মেলনে ২০টির বেশি রাষ্ট্র ও সরকারপ্রধানসহ ১৬০ টিরও বেশি দেশ থেকে প্রায় দুই হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD