অনেক দেশ বাংলাদেশকে নিয়ে খেলতে চায় বললেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ২৬শে জুলাই ২০২৩
একাত্তরের মুক্তিযুদ্ধে বিরোধিতা করা দেশগুলো আবারও বাংলাদেশকে নিয়ে খেলতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিদেশি খেলোয়াড়দের খেলতে দেয়া যাবে না।’
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার সব ব্যবস্থা নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এতকিছুর পরও কেউ কেউ নিষেধাজ্ঞা দেয়। তাহলে সন্ত্রাসটা কে তৈরি করছে? তারা নাকি ভিসাতেও নিষেধাজ্ঞা দেবে।
মঙ্গলবার (২৬ জুলাই) রোমের পার্কো দ্য প্রিন্সিপি দ্য গ্র্যান্ড হোটেলে ইতালি আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে দেশ থেকে টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। তাই আজকে বিদেশে বসে হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশের বিরুদ্ধে বদনাম করে বেড়াচ্ছে।’
ঘোলা পানিতে মাছ শিকার করতে চাওয়া বিএনপিকে দেশের মানুষ আর অশান্তি সৃষ্টির সুযোগ দেবে না- এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের কাজই হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। বিএনপির রাজনীতি মানুষকে কষ্ট দেয়া আর আওয়ামী লীগের রাজনীতি জনগণের মঙ্গলে কাজ করা।’
আওয়ামী লীগ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি তো নির্বাচনই করেনি। তারা আবার ভোটের অধিকারের কথা বলে। ২০১৮ এর নির্বাচনে তাদের প্রতি আসনে দুই-তিন জন করে দাঁড়িয়েছিল। যে যতো টাকা দিয়েছে তাকেই নমিনেশন দিয়েছে। এরপর নিজেদের মধ্যেই গোলমাল। এরপর তারা আবার নির্বাচন বর্জন করল। তাহলে কারচুপির প্রশ্নটা এলো কোথা থেকে?’
আরও পড়ুন: কিছু দেশ আ.লীগকে ক্ষমতায় দেখতে চায় না বললেন প্রধানমন্ত্রী
‘বিএনপি শুধু পারে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে’ মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ তাদেরকে সংসদে কথা বলতে বাধা দেয়া হয়নি। আমাদেরকে তো কথাই বলতে দেয়া হতো না।’
‘ক্ষমতা থেকে উচ্ছেদ করতে চাওয়া বিএনপিকে সরকারই আন্দোলন করার সুযোগ দিয়েছে বলে মন্ত্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদেরকে নাকি ক্ষমতা থেকে উচ্ছেদ করবে। বিএনপিকে ছেড়ে দিয়েছি, দেখি তাদের আন্দোলনের কত জোর? আমরা তো তাদের বাধা দিচ্ছি না। বিরোধী দলে থাকা অবস্থায় আমাদের তো নামতেই দিতো না।’
বিএনপি দেশকে কিছুই দিতে পারেনি উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘দেশের উন্নয়নে অনেকের চক্ষুশূল হয়। সবাই দেশের সক্ষমতা পছন্দ করে না। বিএনপি দেশকে কিছুই দিতে পারেনি, আমরা গড়ি, তারা ধ্বংস করে।’
এসময় নির্বাচন ঠেকানোর নামে বিএনপির অবরোধ এখনো চলছে বলে উল্লেখ করেন তিনি।
দেশের উন্নয়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কাকেই বিজয়ী করতে হবে।’ তিনি বলেন, ‘নৌকায় ভোট দিয়েছিল বলেই দেশ আজ উন্নয়নের এই স্তরে এসেছে।’
এর ধারাবাহিকতা রক্ষা করতে আগামী নির্বাচনেও নৌকা মার্কাকেই বিজয়ী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানি, এলএনজি এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সহায়তা দিতে সম্মত হয়েছে দেশটি।’
জেবি/ আরএইচ/