আবেদনের ১ মাস পেরলেও তথ্য দেয়নি পিআইও হুমায়ুন কবীর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩


আবেদনের ১ মাস পেরলেও তথ্য দেয়নি পিআইও হুমায়ুন কবীর
ছবি অলংকরণ। জনবাণী

জামালপুরের সরিষাবাড়ীতে তথ্য অধিকার আইনে আবেদনের ১ মাস পার হলেও তথ্য দিচ্ছে না সরিষাবাড়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হুমায়ুন কবীর। বিষয়টি নিয়ে সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। 


জানা গেছে, দীর্ঘদিন আগেই তথ্য জানার অধিকার আইনি স্বীকৃতি পেয়েছে। তথ্য জোগানোর জন্য গড়া হয়েছে তথ্য কমিশন। কিন্তু বিধিমাফিক আবেদন করেও অনেক তথ্যই যে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ তো দুরের কথা সাংবাদিকরাই পাচ্ছে না তথ্য।  


আরও তথ্য রয়েছে, ২০১৮-১৯ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা-নির্বাচনী এলাকা-প্রথম পর্যায়) সোলার হোম সিস্টেম খাতে ২৩ হাজার ৬৬০ টাকা মূল্যের ৬০ ডব্লিউপি অনুকূলে ৫৬ লাখ ৬০ হাজার ৪০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলার পোগলদিঘায় ১৮৪টি, কামরাবাদে ১৬টি, আওনায় ১৩টি ও মহাদান ইউনিয়নের নামে ছয়টি সোলার বরাদ্দ দেওয়া হলেও কয়েক বছর পার হলেও এখনো সুবিধাভোগীরা সোলার পাননি। এনিয়েও তদন্তের দাবি জানিয়েছে তালিকার নাম থাকা অনেকেই।


সাংবাদিক মাসুদুর রহমান জানান, ২০১৮-১৯ থেকে চলতি অর্থবছর পর্যন্ত ১ম ও ২য় এবং ৩য় পর্যায়ের স্থানীয় সংসদ সদস্যের অনুকূলে বিশেষ এবং উপজেলা-ইউনিয়ন পরিষদের অনুকূলে সাধারণ বরাদ্দের টিআর, কাবিটা, কাবিখা, জিআর, আশ্রয়ণ প্রকল্প, ডেউটিন ও কম্বল বিতরণের তালিকা ও প্রকল্প কমিটির তথ্য চেয়ে ২০২৩ সালের ১৯ জুন আবেদন করেন মাসুদুর রহমান। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ও সংশ্লিষ্ট তথ্য প্রদানকারী কর্মকর্তা (উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) হুমায়ুন কবির তাকে তথ্য না দিয়ে নানাভাবে সময়ক্ষেপণ করতে থাকেন। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও তথ্য তো দুরের কথা কেন তথ্য দিতে পারেনি তারও কোন চিঠি দিয়েও তারা জবাব দেয়নি। 


আরও পড়ুন: সরিষাবাড়ীর ইউএনওকে অপসারণ দাবি জানিয়ে মন্ত্রণালয়ে অভিযোগ


তথ্য অধিকার আইনানুযায়ী নির্ধারিত ফরমে সাংবাদিকরা আবেদন করলেও বিভিন্ন প্রকল্প হরিলুটের ঘটনা ধামাচাপা দিতেই কোনো তথ্য প্রদান করে না পিআইও হুমায়ুন কবীর। কেউ তথ্যের জন্য আবেদন করলে সে খবর পৌঁছে যায় প্রকল্প সংশ্লিষ্ট রাজনৈতিক নেতার কানে, এতে হয়রানির শিকার হন স্থানীয় সাংবাদিকরা। 


এ বিষয়ে সিনিয়র সাংবাদিক ইব্রাহিম হোসাইন লেবু জানান, আমি ইতিপূর্বে আবেদন করেছিলাম কোন তথ্য পাইনি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করার জন্য যাচ্ছি। 


এ বিষয়ে সরিষাবাড়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীরের বক্তব্য নেওয়ার জন্য বার বার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


জেবি/ আরএইচ/