Logo

বাংলাদেশের মানুষ কখনো ভোটচোরদের স্থান দেয় না বললেন প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুলাই, ২০২৩, ০৪:১০
55Shares
বাংলাদেশের মানুষ কখনো ভোটচোরদের স্থান দেয় না বললেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করেছি এবং সেই সংগ্রামে সাফল্য এসেছে

বিজ্ঞাপন

‘বাংলাদেশের মানুষ কখনো ভোটচোরদের স্থান দেয় না, ভোট চুরি বিএনপির অভ্যাস- এমন মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন ভোট করে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হলো। আন্দোলনের মুখে খালেদা জিয়া ৩০ মার্চ পদত্যাগে বাধ্য হলো। আবার ২০০১-এ ক্ষমতায় এসে ঠিক একই ঘটনা। আবার ২০০৬-এর ইলেকশন।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় রোমের পার্কো দ্য প্রিন্সিপি দ্য গ্র্যান্ড হোটেলে ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় আয়োজিত নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর ভোট চুরির যে কালচার শুরু করেছিল এবং অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলের যে যাত্রা শুরু করেছিল তার বিরুদ্ধে আওয়ামী লীগই সংগ্রাম করেছে। আমরা জোট করেছি, মহাজোট করেছি, আমরা জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করেছি এবং সেই সংগ্রামে সাফল্য এসেছে।’

বিজ্ঞাপন

বিএনপি কাদের জন্য আন্দোলন করে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘২০১৪-এর নির্বাচনে বাধা দেওয়ার জন্য তাদের যে অগ্নিসন্ত্রাস; জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা— এ রকম নৃশংসতা বোধ হয় পৃথিবীতে আর কেউ দেখেনি। সেখানে কেউ রেহাই পায়নি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের রাজনীতি। আর ওদের (বিএনপি) রাজনীতি মানুষকে পুড়িয়ে ক্ষমতাকে কুক্ষিগত করা।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, মানিলন্ডারিং করে যে টাকা বাইরে পাঠিয়েছে, সেখান থেকে আমরা ৪০ কোটি টাকা উদ্ধার করতে পেরেছি। তারেক জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা, এফবিআই এসে সাক্ষী দিয়েছে। সেখানে তার শাস্তি হয়েছে। গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি- সব কিছুতে সাজাপ্রাপ্ত আসামি। কেয়ারটেকার সরকারের কাছে মুচলেকা দিয়ে চলে গিয়েছিল বিদেশে।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD