স্কুল ছাত্রকে রোদে দাঁড় করিয়ে অধ্যক্ষের অমানবিক শাস্তি


Janobani

মো. রুবেল হোসেন

প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩


স্কুল ছাত্রকে রোদে দাঁড় করিয়ে অধ্যক্ষের অমানবিক শাস্তি
ছবি: জনবাণী

সরিষাবাড়ী উপজেলার অধ্যক্ষ ফজলুর রহমানের বিরুদ্ধে প্রথম শ্রেণী লিলি শাখার শিশু ছাত্র রেদোয়ান সরকার  (৬) কে কান ধরিয়ে রোদের তাপে দাড় করিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে। শাস্তিপ্রাপ্ত শিশু ছাত্র অসুস্থ্য হয়ে পড়ায় তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। শিশু ছাত্রটি সরিষাবাড়ী হাসপাতালের মেডিকেল এ্যাসিটেন্ট মোস্তাফিজুর রহমানের ছেলে।


বৃহস্পতিবার (২৭ জুলাই ) সকাল সাড়ে নয়টায় চিলড্রেনস হোম পাবলিক স্কুল এ ঘটনা ঘটে।  বিষয়টি নিয়ে ছাত্রের পরিবার অধ্যক্ষের সাথে দেখা করতে গেলে অধ্যক্ষ তাদের সাথে দেখা করেনি।

 

শিশুটির পিতা মোস্তাফিজুর রহমান জানান, আমার ছেলে রেদোয়ান সরকার চিলড্রেনস হোম পাবলিক স্কুলের প্রথম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে। এর আগেও বৃহস্পতিবার সিভিল ড্রেসে অধিকাংশ ছাত্ররা আসত। ড্রইং পরীক্ষা চলাকালীন সময়ে প্রিন্সিপাল রেদোয়ানকে কানে ধরিয়ে ক্লাস থেকে বের করে দিয়ে বাহিরে রৌদ্রের তাপে দাঁড় করিয়ে রাখে প্রায় ১৫ মিনিট যাবত। পরে ক্লাসে যে মেডাম ছিল সে তাকে ডেকে নেয় । এ রকম কাজের জন্য আমার ছেলে বাসায় গিয়ে কান্নাকাটি করে এবং অসুস্থ হয়ে পড়ে যায়। বলে স্কুলে নাকি মারে । বিষয়টি জানার জন্য বিদ্যালয়ে গেলে অধ্যক্ষ স্যার আমাদের সাথে দেখা করতে রাজী হয়নি। আমার অভিযোগের সুষ্ঠু বিচার চাই।


আরও পড়ুন:  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরিষাবাড়ীতে মতবিনিময় সভা


এদিকে অধ্যক্ষ মোহাম্মদ ফজলুর রহমান সত্যতা স্বীকার করে জানান, তারা অভিমান করে চলে গেছেন। যেহেতু উনার ছেলে আছে তারা আরও দিগুণ অভিমান নিয়ে আসতে পারে। আমি তখন তার সাথে কথা বলব। আর অভিমান ভাঙ্গানোর জন্য আমার সেই প্রচেষ্টা আছে ।


আরও পড়ুন: সরিষাবাড়ীতে ৫ শতাধিক গবাদি পশুকে টিকা প্রদান


এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, শিশুটির সাথে অমানবিক কাজ করা হয়েছে । এটা মোটেই উচিৎ হয়নি।


জেবি/এসবি