বৃষ্টিতে ভিজে শান্তি সমাবেশে আসছেন আ.লীগের নেতাকর্মীরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩


বৃষ্টিতে ভিজে শান্তি সমাবেশে আসছেন আ.লীগের নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংগঠনের ডাকা শান্তি সমাবেশে বৃষ্টিতে ভিজে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। বৃষ্টির মধ্যেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা।


শুক্রবার (২৮ জুলাই) দুপুর ১টা ২০মিনিটে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। 


এ সময় ক্ষমতাসীন দলের শান্তি সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও নেতাকর্মীদের বৃষ্টিতে ভিজে সমাবেশস্থলে যোগ দিতে দেখা যায়।


আরও পড়ুন: আ.লীগের শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা


সরেজমিন দেখা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একাংশ ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছেন। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। 


উপস্থিত নেতাকর্মীরা আশা করছেন, জুম্মার নামাজের পর ঢল নামবে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশে। 


যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। 


জেবি/ আরএইচ/