তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেল ১০ জন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩
মহরমের মিছিল চলাকালীন একটি বড় দুর্ঘটনা ঘটে। হাইভোল্টেজ তারের সংস্পর্শে এসে ঝলসে যায় ১০ জন। মর্মান্তিক ঘটনাটি সংগঠিত হয়েছে ভারতের বিহারের গোপালগঞ্জ জেলার উচকাগাঁও থানার অন্তগর্ত হারপুর ধরমপুরে।
আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ যুবকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের গোরক্ষপুরে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আন্দামান-নিকোবর দীপপুঞ্জ
জানা যায়, শুক্রবার (২৮ জুলাই ) তাজিয়া মিছিলে হরপুর সাফি টোলার যুবকরা হাতে লাঠি ও গাছের ডাল নিয়ে যাচ্ছিল ধর্মচকের দিকে যাওয়ার সময় যুবকের হাতে থাকা লাঠি ১১ হাজার কেভি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে, ঘটনায় ১০ জন যুবক ঝলসে অজ্ঞান হয়ে যায়। ঘটনার খবর পেয়ে উচকাগাঁও থানার পুলিশ সুভাষ কুমার সিং ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: ৮ মাসের শিশুকে বিক্রি করে আইফোন কিনলেন মা-বাবা
২ যুবকের অবস্থা গুরুতর দেখে তাদের গোরক্ষপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এসপি স্বরণ প্রধানের মতে, এখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক।
জেবি/এসবি