পাকিস্তানে ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪৫
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৪৩ পূর্বাহ্ন, ৩১শে জুলাই ২০২৩
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। এতে আহত হয়েছেন ১২৩ জন।
রবিবার (৩০ জুলাই) বাজাউর জেলার খার তহসিলে জমিয়ত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর সম্মেলনে এ ঘটনা ঘটেছে। এসময় সম্মলনে ৪০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। অঞ্চলটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে।
খাইবার পাখতুনখাওয়ার স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার জানান, “৪৫ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ১০০ এর বেশি। তিনি বলেন, ‘এটা একটি আত্মঘাতী হামলা। হামলাকারী সমাবেশের মঞ্চের খুব কাছ থেকে নিজেকে উড়িয়ে দেয়।”
স্থানীয় পুলিশ, ভয়াবহ বিস্ফোরণটি আত্মঘাতী হামলা বলে তারা প্রমাণ পেয়েছে। কর্মকর্তারা জানান, সেখানে উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আহত লোকজনকে ইতোমাধ্যেই হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। বিস্ফোরণের কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণ, নিহত ৩৫
স্থানীয় জরুরি পরিস্থিতি মোকাবিলা কর্মকর্তা সাদ খান বলেছেন, খারের জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে মারা গেছেন। এছাড়া আহত ব্যক্তিদের পেশোয়ার এবং টাইমারেরার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
বিস্ফোরণের পর জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহ পাকিস্তানের জিও নিউজকে জানান, আজ এই সম্মেলনে তারও যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি।
আরও পড়ুন: গুজরাটে মহরমের শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “আমি এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর পেছনে থাকা ব্যক্তিদের একটি বার্তা দিতে চাই যে, এটা জিহাদ নয়, সন্ত্রাসবাদ।”
এ হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান হাফিজ হামদুল্লাহ। সূত্র: ডন
জেবি/এসবি