জওয়ান’র প্রথম গান ‘জিন্দা বান্দা’দেখে হতবাক দর্শক


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩


জওয়ান’র প্রথম গান ‘জিন্দা বান্দা’দেখে হতবাক দর্শক
ছবি : সংগৃহীত

বলিউডের বাদশা , কিং, অভিনেতা শাহরুখ খান। চলতি বছরের শুরুতেই মুক্তি পাওয়া ‘পাঠান’ দিয়ে বিশ্ব মাতিয়েছেন। এরপর মুক্তি পাচ্ছে ‘জওয়ান’। আগেই এসেছিল ছবিটির প্রিভিউ। যা দেখে রীতিমত হতবাক দর্শক। ছবিতে শাহরুখ খানের সমস্ত লুক তাক লাগিয়েছে। 


সোমবার (৩১ জুলাই) মুক্তি পেল ‘জওয়ান’র প্রথম গান ‘জিন্দা বান্দা’। 


জানা গেছে, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট শুধুমাত্র গানটির জন্য ১৫ কোটি টাকা খরচ করেছে। গানটি লিখেছেন ইরশাদ কামিল, গেয়েছেন অনিরুদ্ধ। গানের ভিডিওতে শাহরুখের সঙ্গে প্রায় ১০০০ জন নৃত্যশিল্পী নেচেছেন। বিশাল আয়োজনের এই গানটির শুট হয়েছে টানা পাঁচ দিন। নৃত্য পরিচালনা করেছেন শোবি।


‘জাওয়ান’ ছবির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ। দক্ষিণের সফল সংগীত পরিচালক অনিরুদ্ধের কম্পোজিশনে জাওয়ান ছবির এই গানটিতে নেচে উঠবে সারা ভারত, এমনটাই ধারণা করা হচ্ছে।


অ্যাটলি পরিচালিত প্যান-ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’ মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। ছবিতে আরও রয়েছেন নয়নতারা, সানা মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণি এবং ঋদ্ধি ডোগরা। ছবিতে দীপিকা পাডুকোনের উপস্থিতিও থাকবে।