বিএনপির সমাবেশ, সতর্ক অবস্থানে পুলিশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩


বিএনপির সমাবেশ, সতর্ক অবস্থানে পুলিশ
ছবি: সংগৃহীত

শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান  জনসমাবেশে করছে বিএনপি। এ সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ।

সোমবার (৩১ জুলাই) দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত বিএনপির এই সমাবেশ চলবে।


এদিন দুপুর ১২টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করে বিএনপির নেতাকর্মীরা। এর আগে সকালেই সেখানে ৩টি পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়।


আরও পড়ুন:বিএনপির সমাবেশে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না: ডিএমপি


সমাবেশকে ঘিরে যাতে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি না হয়, সে জন্য সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। মৎস্য ভবন এলাকা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, শাহবাগ ও টিএসসি এলাকায় পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে। এর মধ্যে মৎস্য ভবন এলাকায় পুলিশের কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে।


আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা


ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন জানান, “বিএনপির সমাবেশ ঘিরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখানে তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।”


জেবি/এসবি