Logo

শ্রীলঙ্কায় সাকিবদের ম্যাচে মাঠে ঢুকে পড়ল সাপ

profile picture
জনবাণী ডেস্ক
১ আগস্ট, ২০২৩, ০৬:৩৫
33Shares
শ্রীলঙ্কায় সাকিবদের ম্যাচে  মাঠে ঢুকে পড়ল সাপ
ছবি: সংগৃহীত

সেই সময় ক্রিজে ব্যাট করছিলেন ডাম্বুলা অরার ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা।

বিজ্ঞাপন

লঙ্কান প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হয়েছে সাকিবের গল টাইটান্স ও ডাম্বুলা অরা। ম্যাচ চলাকালে মাঠে ঢুকে পড়ল বড় একটি সাপ।

আজ সোমবার (৩১ জুলাই) কলম্বোর বিখ্যাত আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎই ঢুকে পড়ে বড় সাপ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে সাপটি কীভাবে মাঠে ঢুকছে। সেই সময় ক্রিজে ব্যাট করছিলেন ডাম্বুলা অরার ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা। তখন বোলিং প্রান্তে ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের হাতে বল নিতে মাঠের ঢুকে পড়লো জলজ্যান্ত এক সাপ। সাপ ঢুকায় কিছুক্ষণ মাঠের খেলাও বন্ধ থাকল। সাপ ধরতে ঝাঁপালেন মাঠের নিরাপত্তারক্ষী থেকে গ্রাউন্ডসম্যানরা।

বিজ্ঞাপন

আজকের গল টাইটান্সের একাদশে আজ ছিলেন সাকিব আল হাসানও। এদিন, টস হেরে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে সাকিবের দল। তিনে নামা ভানুকা রাজাপাকসে দলের সর্বোচ্চ ৪৮ (৩৪ বলে) রান করেন। অধিনায়ক দাসুন শানাকা ২১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD