ভারতে ক্রেন ভেঙে প্রাণ গেল ১৬ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ১লা আগস্ট ২০২৩
ভারতে ক্রেন ভেঙে পড়ে ১৬ জন শ্রমিকের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপে আরও ৫ জন আটকা পড়ে আছে।
মঙ্গলবার (১ আগস্ট) ভোররাতে ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্রের থানের শাহপুরে একটি নির্মাণকাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রে সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় স্তর নির্মাণকাজ চলাকালে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে ১৬ জন মৃত্যু হয়েছে। মরদেহগুলো স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে তিনজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও ৫ জন ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন।
আরও পড়ুন: প্রেমের টানে ভারতে ছুটে এলেন শ্রীলঙ্কান প্রেমিকা
নির্মাণকাজ চলাকালীন গার্ডার মেশিনের সঙ্গে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব ১০০ ফুট উঁচু থেকে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভারতে ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে নিহত ৪
স্থানীয় পুলিশ জানায়,মঙ্গলবার ভোর রাতে শাহপুরের সরলামবে গ্রামের কাছাকাছি শ্রমিকরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় স্তর নির্মাণের কাজ করছিলেন। তখনই গার্ডার লঞ্চ ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ, এনডিআরএফ ও দমকল বাহিনী অনুসন্ধান চালাচ্ছে। সূত্র : এনডিটিভি
জেবি/এসবি