উইন্ডিজদের গুঁড়িয়ে ভারতের সিরিজ জয়


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩


উইন্ডিজদের গুঁড়িয়ে ভারতের সিরিজ জয়
ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩৫১ রানের সংগ্রহ পায় সফরকারীরা। জবাব দিতে নেমে ৩৫ ওভার ৩ বল খেলে ১৫১ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। 


মঙ্গলবার (২ আগস্ট)  ত্রিনিদাদে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।ম্যাচ সেরা হয়েছেন শুভমন গিল। সিরিজ সেরা হয়েছেন ভারতীয় ওপেনার ঈশান কিষাণ।


টস হেরে ব্যাট করতে নেমে ১৪৩ রানের বড় উদ্বোধনী জুটি পায় ভারত। ৮ চার ও ৩ ছক্কার ইনিংসে ৬৪ বলে ৭৭ রান করে ইশান কিশান স্টাম্পিং হলে এই জুটি ভাঙে। আরেক উদ্বোধনী ব্যাটার শুভমান গিলও ফেরেন সেঞ্চুরির আগে। ৯২ বলে ৮৫ রান করে গুদাকেশ মোতির ওভারে কেরিয়ার হাতে ক্যাচ দেন তিনি।


আরও পড়ুন: বাংলাদেশ দলে ডেঙ্গুর হানা, আক্রান্ত পেসার হাসান মাহমুদ


আরও দুটি হাফ সেঞ্চুরি আসে ভারতীয় ব্যাটারদের কাছ থেকে। ২ চার ও ৪ ছক্কার ইনিংসে ৪১ বলে ৫১ রান করেন সাঞ্জু স্যামসান। এছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৪ চার ও ৫ ছক্কায় ৫২ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। ক্যারিবীয়দের পক্ষে ১০ ওভারে ৭৩ রান দিয়ে দুই উইকেট নেন রোমারিও সেফার্ড।


আরও পড়ুন: মেসির সঙ্গে অবসরের পরিকল্পনা সুয়ারেজের


পরে জবাব দিতে মাঠে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্কোরকার্ডে ৫০ রান যোগ করার আগেই হারিয়ে ফেলে ৬ উইকেট। এরপর তাদের রানতাড়া ছিল অনেকটা অসম্ভব ব্যাপার, পারেওনি সেটি করতে। দশ নম্বরে খেলতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন গুদাকেশ। এছাড়া ৫০ বলে ৩২ রান করেন অ্যালাইক অ্যাথানজে। ভারতের পক্ষে শার্দুল ঠাকুর চারটি, মুকেশ কুমার তিনটি ও কুলদ্বীপ যাদব নেন দুটি উইকেট।


জেবি/এসবি