দাম বাড়লো এলপিজি সিলিন্ডারের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩


দাম বাড়লো এলপিজি সিলিন্ডারের
ফাইল ছবি

এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।


বুধবার (২ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সন্ধ্যা থেকে নতুন এ মূল্য কার্যকর হবে।


এর আগে গেল জুলাই মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়। 


আরও পড়ুন: আবারও বাংলাদেশ ব্যাংকের সার্ভার চালু


ঘোষণায় বলা হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯১ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।


জেবি/এসবি