মামলার আসামি যার বাসাতেই থাকুক, পুলিশ ধরে আনতে পারে: হারুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩


মামলার আসামি যার বাসাতেই থাকুক, পুলিশ ধরে আনতে পারে: হারুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বাসায় তল্লাশিতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ। তিনি বলেন, রাজধানীর পল্টনে কার্যালয়ে জোর করে প্রবেশ ও ভাঙচুরের মামলার আসামি ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর তার বাসায় লুকিয়ে রেখেছিলেন। মামলার আসামি যার বাসাতেই থাকুক, পুলিশ ধরে আনতে পারে।


বুধবার (২ আগস্ট) নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।


ডিবি প্রধান বলেন, “আমরা আইনের কোনো ব্যত্যয় করিনি। পুলিশ তো পরিচয় দিয়েছে। মামলার আসামি তো রয়েছেই। তিনি ফেসবুকে, ইউটিউবে উসকানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসা ছাত্রদের উত্তেজিত করার চেষ্টা করেছেন। এই ভিডিওটা রয়েছে। তার নামে মামলা রয়েছে।  নূর পুলিশের ওপর চড়াও হয়ে গালিগালাজ করেছেন, সরকারি কাজে বাধা দিয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।”


আরও পড়ুন: দুই মামলায় ছাত্র অধিকারের সভাপতি ইয়ামিন গ্রেফতার


তিনি আরও বলেন, “আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি। পুলিশ তাকে বারবার বলেছে, আসামিকে দিয়ে দিতে। আইনে বলা আছে, মামলার আসামি যার বাসাতেই থাকুক, আমরা আনতে পারি। প্রয়োজনে বল প্রয়োগ করেও আনতে পারি। আইনের বাইরে কিছু নাই। মামলার আসামিকে আনা হয়েছে।”


আরও পড়ুন: নুরের বাসা থেকে ছাত্র অধিকারের সভাপতি ইয়ামিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ


ডিবি জানায়, “বিন ইয়ামিন মোল্লার বিরুদ্ধে পল্টন থানায় জোর করে প্রবেশ ও ভাঙচুরের অভিযোগে গত ২১ জুলাই মামলা হয়েছে। এই মামলাতেই তাকে গ্রেপ্তার করেছে ডিবি। এছাড়া তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসা ছাত্রদের উত্তেজিত করার চেষ্টার অভিযোগও রয়েছে।”


জেবি/এসবি