বিসিবি সভাপতির বাসায় তামিম ইকবাল, হবে সংবাদ সম্মেলন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

তামিম ইকবাল ইস্যুতে গুলশানে আইভি লেগেসি বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গুলশানে আইভি লেগেসি বাসায় তামিমের আগেই এসেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
আরও পড়ুন: ফের ‘মেসি ম্যাজিক’, শেষ ষোলোতে মায়ামি
গেল দুদিন ধরে তার সঙ্গে বৈঠক নিয়ে নানা আলোচনা চলছে তামিমের। শেষ অবধি আজ হয়েছে ওই বৈঠক। সেখানে বড় আলোচনার বিষয় ছিল তামিমের অধিনায়কত্ব। পিঠের চোটে ভোগা তামিমের খেলাই এখন অনিশ্চিত। এর আগে তার অবসর নিয়েও নানা নাটকীয়তা হয়েছিল।
আরও পড়ুন: উইন্ডিজদের গুঁড়িয়ে ভারতের সিরিজ জয়
লন্ডনে পিঠের চিকিৎসা করাতে যাওয়ার আগে সব বিষয়েই বিসিবির সঙ্গে খোলামেলা কথা বলবেন বলে জানিয়েছিলেন তামিম। এখন সেটিই হচ্ছে। কী আলাপ হলো এসব বিষয় জানাতে সংবাদ সম্মেলনও করার কথা রয়েছে।
জেবি/এসবি