ডেঙ্গুতে জবি শিক্ষার্থীর মৃত্যু


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৩


ডেঙ্গুতে জবি শিক্ষার্থীর মৃত্যু
রুদ্র সরকার

ডেঙ্গু আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রুদ্র সরকার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 


বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত বারোটার দিকে ধানমন্ডির একটি হাসপাতালে তার মৃত্যু হয়।


রুদ্র সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে। পিতা সাবলু সরকার পেশাই একজন গ্রাম্য চিকিৎসক। দুই ভাই-বোনের মধ্যে রুদ্র ছিলো ছোট। 


জানা যায়, রুদ্র পুরান ঢাকার সুত্রাপুরে একটি ভাড়া বাসায় থাকতেন। গত মাসের মাঝামাঝি সময়ে জ্বরে আক্রান্ত হলে প্রাথমিক পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয় নি। এরপর অবস্থার অবনতি হলে গত ২৯ জুলাই কুড়িগ্রামে পূনরায় পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়। ক্রমান্বয়ে কুড়িগ্রাম সরকারী হাসপাতাল ও রংপুরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিডনি ও ফুসফুসে সংক্রমণ হলে গত বুধবার রুদ্রকে ঢাকায় স্থানান্তর করা হয়।  


বৃহস্পতিবার (৩ জুলাই) মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রুদ্রের মৃত্যুতে শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যান পরিচালক অধ্যাপক ড.আইনুল ইসলাম। তিনি বলেন , "এবছর ডেঙ্গুতে বিশ্ববিদ্যালয়ের প্রথম কোন ছাত্র মারা গেলো। আল্লাহ  তাকে জান্নাতবাসী করুক। ডেঙ্গু বিষয়ে আরো সচেতন হতে হবে শিক্ষার্থীদের"।


আরএক্স/