ইনশাআল্লাহ এবং বিসমিল্লাহ শব্দ নিয়ে ধর্মীয় রোষানলে ইধিকা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৩


ইনশাআল্লাহ এবং বিসমিল্লাহ শব্দ নিয়ে ধর্মীয় রোষানলে ইধিকা
ইধিকা

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সাথে জুটি বেধে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন কলকাতার টিভি নায়িকা ইধিকা পাল। 


একটি সাক্ষাৎকারের পর নিজ দেশের (ভারত) অনেকের রোষানলে পড়েছেন এই নায়িকা। 


সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইধিকা। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে অভিনয়ের সময় সেখানকার দুটি শব্দ আমার মনের খুব কাছের হয়ে উঠছে। একটি হলো, ইনশাআল্লাহ। ওরা ভালো কিছু হলে এই শব্দটা বলে। সেটি এখন আমার অভ্যাস হয়ে গেছে। ভালো কিছু হলেই আমি এখন এটা বলি। আর দ্বিতীয় হলো, বিসমিল্লাহ। দুটো শব্দই এখন আমার খুব প্রিয়।’


মূলত এমন মন্তব্যের রেশ ধরে নিজ দেশের হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছেন অভিনেত্রী। রীতিমতো রেগে আগুন দর্শকরা। তাদের প্রশ্ন, কাজ করেছেন বাংলাদেশে, তাই বলে বাস্তবের জীবনেও এমন কিছু করবেন! 


সূত্র: খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।