ম্যাচ হেরেও জরিমানা গুনল ভারত


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ৫ই আগস্ট ২০২৩


ম্যাচ হেরেও জরিমানা গুনল ভারত
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে  ৪ রানে হেরেছে ভারত। এরপর দলটির হতাশা দ্বিগুণ করেছে আইসিসির দেওয়া স্লো ওভার রেটের শাস্তি। অবশ্য মাত্র ভারতই নয়, একই নিয়মে ক্যারিবীয়দেরও জরিমানা করা হয়েছে। 


নির্দিষ্ট সময়ে ম্যাচ সম্পন্ন করতে না পারায় ভারতকে ৫ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজকে গুনতে হবে ১০ শতাংশ জরিমানা।


আইসিসি বলছে, “সর্বনিম্ন ওভার রেটের চেয়ে এক ওভার কম করায় ভারতকে ম্যাচ ফি-র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজকে ন্যূনতম ওভার রেটের চেয়ে দুই ওভার কম বল করায় জরিমানা করা হয়েছে ম্যাচ ফি-র ১০ শতাংশ।”


দুই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং রোভম্যান পাওয়েল ভুল স্বীকার নিয়েছিলেন। পরে আর কোনো শুনানির প্রয়োজন হয়নি।


আরও পড়ুন: বিসিবি সভাপতির বাসায় তামিম ইকবাল, হবে সংবাদ সম্মেলন


আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারায় আন্তর্জাতিক টি-২০ ম্যাচে স্লো ওভার রেটের শাস্তির কথা বলা হয়েছে। নিয়ম অনুসারে, খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য তাদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। ফিল্ডিং করা দল যদি পূর্বনির্ধারিত সময়ের মধ্যে ইনিংসের শেষ ওভারের প্রথম বল করতে না পারে, তাহলে এই নিয়মে শাস্তি পাবে।


আরও পড়ুন: ফের ‘মেসি ম্যাজিক’, শেষ ষোলোতে মায়ামি


সেক্ষেত্রে শাস্তিস্বরূপ ইনিংসের বাকি ওভারগুলোতে ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে। নির্ধারিত সময়ে বল করতে ব্যর্থ হলে, ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্তও জরিমানা করার নিয়ম রয়েছে।


জেবি/এসবি