শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলো ১০ ব্যক্তি, ২ সংগঠন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩


শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলো ১০ ব্যক্তি, ২ সংগঠন
ছবি: সংগৃহীত

ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ’ পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে পুরস্কার তুলে দেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, বিভিন্ন বাহিনী প্রধানসহ পদস্থ কর্মকর্তারা ।


পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।


আরও পড়ুন: জাতির উন্নতির জন্য ক্রীড়া-সংস্কৃতির উন্নতিও জরুরি বললেন প্রধানমন্ত্রী


যারা পুরস্কার পেলেন


আজীবন সম্মাননা: আবদুস সাদেক।

ক্রীড়াবিদ: সাবিনা খাতুন, তাসকিন আহমেদ, জিয়ারুল ইসলাম।

উদীয়মান ক্রীড়াবিদ: মুহতাসিন আহমেদ হৃদয়, আমিরুল ইসলাম।

ক্রীড়া সংগঠক: মালা রানী সরকার, ফজলুল ইসলাম।

ক্রীড়া সাংবাদিক: খন্দকার তারেক মো. নুরুল্লাহ।

ক্রীড়া ধারাভাষ্যকার: আতাহার আলী খান।

ক্রীড়া ফেডারেশন: বাংলাদেশ আরচারি ফেডারেশন।

পৃষ্ঠপোষক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।


জেবি/এসবি