ইবিতে শিক্ষার অধিকার অর্জনে বঙ্গবন্ধুর অবদান বিষয় সেমিনার


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩


ইবিতে শিক্ষার অধিকার অর্জনে বঙ্গবন্ধুর অবদান বিষয় সেমিনার
কনফারেন্স কক্ষে সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের আয়োজনে 'শিক্ষার অধিকার অর্জন ও বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান' বিষয়ক পি. এইচ. ডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন অনুষদ ভবনের আইন বিভাগের কনফারেন্স কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।


আইন বিভাগের অধ্যাপক ড. এম. আনিচুর রহমানের সঞ্চালনায় এবং আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহা. সেলিম তোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডীন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা। 


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল করিম খাঁন, অধ্যাপক ড. হালিমা খাতুন। এছাড়াও সেমিনারে আইন বিভাগসহ বিভিন্ন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


এসময় অধ্যাপক ড. শাহজাহান মন্ডলের তত্ত্বাবধায়নে গবেষক বি. এম. আব্দুর রাফেল "শিক্ষা অধিকার অর্জন ও বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান" বিষয়ক প্রবন্ধ পাঠ করেন।


পরবর্তীতে অন্যান্য বক্তারা প্রবন্ধটির গুরুত্বসহ নানা ত্রুটি ও দিকনির্দেশনা প্রদান করেন।


আরএক্স/