ডেঙ্গুতে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩


ডেঙ্গুতে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু
আরিফা আক্তার

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ৬৬নং নতুন রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী আরিফা আক্তার (৯) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিবার (৬ আগস্ট) সকালে সদর হাসপাতালে মৃত্যু বরণ করে। আরিফা একই উপজেলার রাধারবাড়ি এলাকার জহুরুল খানের মেয়ে।


হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার রাধারবাড়ি এলাকার জহুরুল খানের মেয়ে আরিফা ডেঙ্গু  জ্বরে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় শনিবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়। একদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সকালে মারা যায়। 


এই প্রথম মাদারীপুর সদর হাসপাতালে ডেঙ্গু রোগী মারা গেল।জানা যায় জেলার চার উপজেলার হাসপাতালগুলোতে রোববার দুপুর পর্যন্ত ১১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৪৭ জন। জানুয়ারী মাস থেকে এ পর্যন্ত মাদারীপুর জেলায় ৮৭৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।


মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনির আহম্মেদ খান বলেন, প্রচন্ড জ্বর নিয়ে ওই শিশু শনিবার সদর হাসপাতালে ভর্তি হয়। 


হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথে আমরা চিকিৎসা কার্যক্রম শুরু করি।চিকিসাধীন অবস্থায় রবিবার সকালে শিশুটি মারা যায়।


আরএক্স/