মায়ামির রোমাঞ্চকর জয়; সমর্থকদের মাঝে হাতাহাতি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩


মায়ামির রোমাঞ্চকর জয়; সমর্থকদের মাঝে হাতাহাতি
মেসি

লিগস কাপের শেষ ষোলোয় সোমবার (৮ আগস্ট) ডালাস এফসির মুখোমুখি হয় ইন্টার মায়ামি। ম্যাচ শেষ হতে মাত্র আধা ঘণ্টার কম সময় আছে, তখনও ইন্টার মায়ামি পিছিয়ে ৩-১ গোলে। এই অবস্থায় দলকে যেন টেনে উপরে তুলে নিলেন লিওনেল মেসি। অবিশ্বাস্য ক্যামব্যাকে ম্যাচটা জিতে নেয় সফরকারী ইন্টার মায়ামি।


ঘরের মাঠে খেলেও নিজ দলের এমন পারফর্ম্যান্স মেনে নিতে পারেননি ডালাসের সমর্থকরা। আর ইন্টার মায়ামির সমর্থকরা তো এখন সাফল্যের স্বপ্নে বিভোর। ম্যাচ শেষে তাই দুই দলের মাঝে চলেছে কথার লড়াই। শেষ পর্যন্ত যা রূপ নিয়েছে হাতাহাতি পর্যন্ত। 


আরও পড়ুন: পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন


সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে সমর্থকদের এই কাণ্ড। তিন পুরুষ আর এক নারীর মাঝে এমন সংঘর্ষ হলেও তাতে কোন নিরাপত্তারক্ষীকে হস্তক্ষেপ করতে দেখা যায়নি। পরবর্তীতে কাউকে আটক করা হয়েছে এমন তথ্যও দেয়নি ডালাসের পুলিশ প্রশাসন।


আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের হার


এর আগের ম্যাচেও অবশ্য মিশে ছিল নাটকীয়তা। ৪-৪ গোলে সমতার ম্যাচ শেষ হয়েছে টাইব্রেকারে। যেখানে ৫-৩ ব্যবধানে ডালাসকে হারিয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মাটিতে টানা ৪ ম্যাচেই জয়ের মুখ দেখেছেন মেসি। 


জেবি/এসবি