অধিনায়ক নির্বাচনের দায়িত্বে বিসিবি সভাপতি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

তামিম ইকবাল গত সপ্তাহে ওয়ানডের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। এরপর ৫দিন গত হয়েছে। তবে এখনও নতুন অধিনায়ক বেছে নিতে পারেনি বিসিবি।
মঙ্গলবার (৮ আগস্ট) মিরপুরে বিসিবি কার্যালয়ের এক জরুরি সভা ডাকা হয়েছিল। সভায় ওয়ানডে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
আরও পড়ুন: মিরপুরে উন্মোচিত হলো বিশ্বকাপের ট্রফি
বৈঠক শেষে জালাল ইউনুস জানিয়েছেন, তারা বিসিবি সভাপতিকে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দিয়েছেন। তিনিই সংক্ষিপ্ত তালিকায় থাকা ক্রিকেটারদের সাথে আলাপ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন: পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন
আর অধিনায়ক নির্বাচনে পাপনের ওপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন জালাল। তিনি আরও জানিয়েছেন, এবার দীর্ঘ মেয়াদে কাউকে অধিনায়কের ভার দিতে চায় বিসিবি।
জেবি/এসবি