রজনীকান্তের সিনেমা দেখতে চেন্নাই-বেঙ্গালুরুর অফিসে ছুটি ঘোষণা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩


রজনীকান্তের সিনেমা দেখতে চেন্নাই-বেঙ্গালুরুর অফিসে ছুটি ঘোষণা
রজনীকান্ত

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। প্রায় ২ বছর পর সিনেমা মুক্তি পাচ্ছে তার। আগামী ১০ আগস্ট মুক্তি পেতে  যাওয়া সিনেমা ‌‘জেইলার’ দেখতে চেন্নাই ও ব্যাঙ্গালুরুর অফিসগুলো এদিন ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি কোনও কোনও অফিসের পক্ষ থেকেই কর্মীদের দেওয়া হয়েছে ফ্রি টিকেটও।


জানা গেছে, ‘জেইলার’ সিনেমাটির বাজেট ২০০ কোটি রুপি। এটি বানিয়েছেন নেলসন। অ্যাকশন ঘরানার এই ছবিতে রজনীকান্তের সঙ্গে আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, যোগী বাবু। এছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা যাবে অতিথি চরিত্রে।


আরও পড়ুন: বাবা-মায়ের অনুমতি নিয়ে চুম্বন দৃশ্যে অভিনয় করেছি: বৈষ্ণবী


শুধু এবারই যে নতুন তা কিন্তু নয়, অতীতেও রজনীকান্তের সিনেমা দেখতে ছুটি ঘোষণার ঘটনা ঘটেছে।


আরও পড়ুন: বিজ্ঞাপনে নিপুণ


আগামী বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুক্তি পাবে জেইলার। দুই বছর পর সিনেমায় রজনীকান্তের ফেরার এমন খবরে দক্ষিণ ভারতে খুশির আমেজও বিরাজ করছে। রজনী ভক্তরা প্রিয় তারকার ফেরা রাঙাতে করছেন নানা আয়োজন। সূত্র: হিন্দুস্তান টাইমস


জেবি/এসবি