ইংলিশ চ্যানেলে অভিবাসী বোঝাই নৌকা ডুবি, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৩
ইংলিশ চ্যানেলে অভিবাসী বোঝাই নৌকাডুবির ঘটনায় ৬ জনের প্রাণহানি হয়েছে। এই দুর্ঘটনায় আরো ১০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফ্রান্স কোস্ট গার্ডের এক মুখপাত্র।
যুক্তরাজ্য ও ফ্রান্সের কোস্টগার্ড এ পর্যন্ত ৫০ জনকে জীবিত উদ্ধার করেছে।
আরও পড়ুন: পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক
ডুবে যাওয়া নৌকাটিতে মোট কতো জন যাত্রী ছিল এখনো তা পরিষ্কার করে জানাতে পারেনি উদ্ধারকাজে সংশ্লিষ্টরা।
জানা যায়, নৌকাটিতে ধারণ ক্ষমতার চাইতে অনেক বেশি যাত্রী ছিল।
আরও পড়ুন: নাইজেরিয়ায় মসজিদ ধসে প্রাণ গেল ৭ মুসল্লির
এই ঘটনায় শোক প্রকাশ করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা ঘটনার কারণ জানতে বিস্তারিত তথ্য চেয়েছে। সূত্র: বিবিসি
জেবি/এসবি