রাশিয়ার কামানের গোলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রাশিয়ার কামানের গোলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকা শহরে রুশ কামানের গোলাবর্ষণে ৭০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন গত রবিবার এই গোলাবর্ষণ করা হয়।

সুমি অঞ্চলের রাজ্য প্রশাসনের প্রধান দিমিত্রো জিভিটস্কি বলেন, হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারে কাজ করছেন।

তিনি বলেন, বহু মানুষ মারা গেছে। বর্তমানে প্রায় ৭০ জন নিহত ইউক্রেনীয় সৈন্যের জন্য সমাধিস্থল প্রস্তুত করা হচ্ছে।

জিভিটস্কি আরও বলেন, শত্রুরাও যা প্রাপ্য, সেটা পেয়েছে। বহু রাশিয়ান সৈন্যের মৃতদেহ শহরে, যা এখন রেডক্রসকে দেওয়া হচ্ছে।

যদিও তার দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির অন্যতম শহর খেরসনে আবারও হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা।

মঙ্গলবার (১ মার্চ) ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, রুশ সেনারা রাজধানী কিয়েভে আবার আক্রমণ শুরু করেছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে সতর্ক করে বলেছেন, কিয়েভের চারপাশের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। যদিও শত্রুরা আক্রমণের ক্ষমতা হারাচ্ছে, তবে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে গুলি চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রুশ সেনারা দক্ষিণে মাইকোলাইভ ও নিউ কাখোভকার মধ্যবর্তী শহর খেরসনে হামলা শুরু করেছে।

খেরসনের আঞ্চলিক রাজ্য প্রশাসন ফেসবুকে জানিয়েছে, শহরটি রাশিয়ান সৈন্যরা ঘিরে ফেলেছে কিন্তু এখনও দখল করেনি।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন। এ ছাড়া রাশিয়ার ৫ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। সূত্র : সিএনএন

ওআ/