ইন্দোনেশিয়ায় ভয়াবহ ফেরি ডুবি, নিখোঁজ ৪৩
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে গেছে। এতে অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফেরিটিতে মোট ৬৫ জন যাত্রী ও কর্মী ছিলেন।
আরও পড়ুন: গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতি
স্থানীয় সময় বুধবার (২ জুলাই) রাতের দিকে কেটাপাং বন্দর থেকে ছেড়ে যাওয়ার ৩০ মিনিট পরই “কেএমপি তুনু প্রত্যমা জয়া” নামের ফেরিটি ডুবে যায়। ফেরিটির গন্তব্য ছিল বালির গিলিমানুক বন্দর।
দুর্ঘটনার সময় ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল। এসব যানবাহনের মধ্যে ১৪টি ছিল মালবাহী ট্রাক। এখন পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধার সংস্থা।
জাতীয় উদ্ধার সংস্থার মুখপাত্র জানান, “উত্তাল সমুদ্র এবং প্রায় দুই মিটার উচ্চতার ঢেউ উদ্ধার কাজকে ব্যাহত করছে। আমরা টাগ বোট, রাবার বোটসহ ৯টি উদ্ধারযান দিয়ে রাতভর অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।”
পুলিশ জানায়, ফেরিটি কেন ডুবেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে অতিরিক্ত ওজন এবং প্রযুক্তিগত ত্রুটি অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সময় আবহাওয়াও খারাপ ছিল বলে জানা গেছে।
আরও পড়ুন: ইউরোপীয় বিভিন্ন দেশকে সতর্ক করল ইরান
উল্লেখ্য, ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌপথই অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দেশটিতে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে থাকে।
এদিকে, নিখোঁজদের পরিবারের সদস্যরা কেটাপাং বন্দরে ভিড় করছেন। তারা প্রিয়জনদের সন্ধানে উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন।
এসডি/