কারাগারে বসেই কঠোর আন্দোলনের ডাক ইমরান খানের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৫


কারাগারে বসেই কঠোর আন্দোলনের ডাক ইমরান খানের
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ফের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কারাগারে বন্দি অবস্থান থেকেই সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। পবিত্র আশুরার পর দেশজুড়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) ইমরান খানের বার্তা সম্বলিত একটি পোস্ট প্রকাশ করে পিটিআই। সেখানে ইমরানের বরাত দিয়ে বলা হয়, ক্ষমতাসীন শাহবাজ শরিফ সরকার সংসদে সংবিধানের ২৭তম সংশোধনী আনতে যাচ্ছে, যা দেশের সংবিধান ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত।


পোস্টে ইমরান খান বলেন, “সংসদের মাধ্যমে একটি ভুয়া সংশোধনী এনে যদি জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে প্রকাশ্যেই রাজতন্ত্র ঘোষণা করাই ভালো। আজ দেশে যা চলছে, তা একনায়কতন্ত্র। এটি জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে।”


তিনি আরও বলেন, “আমি কারাগারের অন্ধকারে থাকলেও, এই দাসত্ব মেনে নেব না। একটি মাফিয়া গোষ্ঠী পুরো জাতিকে দাসে পরিণত করতে চায়। আমার কণ্ঠরোধের সব চেষ্টা চলছে, কিন্তু আমার বার্তা থামানো যাবে না।”


ইমরান খান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধেও সরব হন। তিনি বলেন, “যখন কোনো স্বৈরশাসক ক্ষমতায় থাকে, তখন ভোটের প্রয়োজন হয় না। বলপ্রয়োগেই শাসন চলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ প্রমাণ করে—পাকিস্তানে প্রকৃত ক্ষমতা কার হাতে।”


ইমরানের ঘোষণার পরই পিটিআই দলীয়ভাবে আন্দোলনের প্রস্তুতির কথা জানিয়েছে। দলের শীর্ষ নেতারা বলেন, আশুরা শেষে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি শুরু হবে। তবে সরকার বাধা দিলে, দল ‘উপযুক্ত জবাব’ দিতে প্রস্তুত থাকবে।


তারা জানান, জনগণের অধিকার, সাংবিধানিক শাসন ও প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে এই আন্দোলন হবে সর্বাত্মক।


উল্লেখ্য, বর্তমানে কারাবন্দি ইমরান খান একাধিক মামলায় দণ্ডিত হয়ে রাজনৈতিকভাবে অযোগ্য ঘোষণা পেয়েছেন। যদিও পিটিআই বলছে, এসব মামলার পেছনে রয়েছে সেনাবাহিনী ও ক্ষমতাসীন দলের ‘রাজনৈতিক প্রতিহিংসা’।


আরএক্স/