মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩


মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন
ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। 


সোমবার (১৪ আগস্ট) মেঘলা আবহাওয়ার কারণে অনুশীলনটা হচ্ছিল ফ্লাডলাইটের আলোয়। এমন সময় পূর্ব গ্যালারির ফ্লাইড লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


ফ্লাডলাইটে হঠাৎ আগুন জ্বলে উঠার দৃশ্যটি দেখা যায়। এটি দেখে চমকে ওঠেন ক্রিকেটাররা। মুশফিকরা ক্রিজ ছেড়ে ড্রেসিংরুমের দিকে চলে আসেন। দেড়-দুই মিনিটের মধ্যে সে আগুন এমনিতেই নিভে যায়। কিছুক্ষণ পর ক্রিকেটাররা ফের অনুশীলন শুরু করেন।


আরও পড়ুন: বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য কী, জানালেন সাকিব


এ ব্যাপারে বিসিবির গ্রাউন্ড বিভাগের ম্যানেজার আবদুল বাতেন জানান, শর্ট সার্কিটের কারণে ফ্লাডলাইটে আগুন লাগে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। সার্কিট ঠিক করলে সমাধান হয়ে যাবে আশা করছি। 


আরও পড়ুন: ক্রিকেটারদের মনোবল বাড়াতে নতুন উদ্যোগ নিল বোর্ড


ফ্লাডলাইটে প্রায় ২ মিনিটের মতো আগুন ছিল। এরপর ঘণ্টা খানেকেরও কম সময়ের মধ্যেই ফ্লাড লাইট সচল হয়ে যায়।


বাংলাদেশ দলের এশিয়া কাপ প্রস্তুতি চলবে ২৫ আগস্ট পর্যন্ত। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের আসর।


জেবি/এসবি