এক দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩


এক দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের
নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেন ৭ কলেজ শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেছেন। সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার দাবিতে এ অবরোধ করছেন তারা। 


বুধবার (১৬ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে এসে অবরোধ করেন তারা। এতে সায়েন্সল্যাব থেকে আজিমপুরগামী এবং আজিমপুর থেকে সায়েন্সল্যাবগামী সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।


অন্যদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। তাদের সরিয়ে নিতে নীলক্ষেত মোড়ে এসেছেন সাত কলেজের শিক্ষক প্রতিনিধিরাও। এসময় অবরোধ সরিয়ে নিতে অনুরোধ করলে শিক্ষকদের সঙ্গে বিতণ্ডায় জড়াতেও দেখা যায় শিক্ষার্থীদের।


আরও পড়ুন: বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচার করতে হবে: সৌমিত্র শেখর


এর আগে সকাল ১০টা থেকে নীলক্ষেত মোড়ে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, এক দফা এক দাবিতে আন্দোলনের জন্য জড়ো হচ্ছেন তারা। তাদের দাবি হলো, “নির্ধারিত জিপিএ বা সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।”


আরও পড়ুন: জাতীয় শোক দিবসে জবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি নিবেদন


অন্যদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নীলক্ষেতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 


জেবি/এসবি